জগদীশ মণ্ডল অধিকারী: ১৫ ডিসেম্বর বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি পরীক্ষা হল ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলে। বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল শাখার যুগ্ম সম্পাদক তাপস পোড়েল জানান, ঘাটাল মহকুমার ৪১টি স্কুল থেকে ৭৪ জন ছাত্র ছাত্রী ওই পরীক্ষায় বসেছিল।
ফলাফলের ওপর ভিত্তি করে ছাত্র ছাত্রীদের জেলা ও মহকুমা স্তরে বিদ্যাসাগর বৃত্তি প্রদান করা হবে। তবে পরীক্ষাটি ছিল শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












