এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে স্টেট ব্যাঙ্কের মেগা ক্রেডিট ক্যাম্পে SHG মহিলাদের দু’কোটি টাকা ঋণ প্রদান

Published on: December 27, 2025 । 12:56 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেদিনীপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার রাজীব রঞ্জনের তত্ত্বাবধানে ও সহযোগিতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘাটাল শাখায় স্বনির্ভর মহিলাদের মেগা ক্রেডিট ক্যাম্পের একটি শিবির অনুষ্ঠিত হল। ২৩ ডিসেম্বর ঘাটালের একটি বেসরকারি মিটিংহলে স্বনির্ভর গোষ্ঠীর  দুই শতাধিক মহিলা ওই মেগা ক্রেডিট ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেগা ক্রেডিট ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখার চিফ ম্যানেজার সায়ন্তন সেনগুপ্ত, স্টেট ব্যাঙ্কের আইনজীবী ডঃ সমীর কুমার ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টেট ব্যাংকের ফিল্ড অফিসার পূবালী ঘোষ। উপস্থিত ছিলেন ঘাটাল ব্লকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার নবনীতা হাজরা। স্টেট ব্যাংকের ঘাটাল শাখার চিফ ম্যানেজার জানান, মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে ২৪টি স্বনির্ভর গোষ্ঠীকে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ প্রদান করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177