অসীম বেরা: আজ সরস্বতী পুজো, বিদ্যাদেবীর আরাধনায় বাংলা তথা বাঙালী সমাজে রংবেরঙের সাজ। ঘুম উড়েছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের। ২৮ জানুয়ারী পুজো মণ্ডপ উদ্বোধনে ঘাটালের চন্দ্রকোনা থানার দরবাড়িতে উপস্থিত চলচিত্র জগতের অভিনেত্রী তথা বোলপুরের সংসদ শতাব্দী রয়। দিয়ে গেলেন সম্প্রীতির বার্তা।