কাজের খোঁজে রুজির টানে ওদের ঘাটাল মহকুমা ছেড়ে রাজ্য ছেড়ে ভিনরাজ্যে ভিড় জমাতে হয়েছে। কিন্তু তারা ভুলতে পারেনি শুক্লা পঞ্চমীর ভোরে সরস্বতী পুজোর সকালে স্নান সেরে সেই পুষ্পাঞ্জলির ছোটোবেলার স্মৃতি। এখন তারা নিজেরাও বাবা। নিজেদের ছেলেমেয়েরা যেন সেই বাংলার ঐতিহ্য থেকে বঞ্চিত না হয় সেই ভাবনা থেকেই আজ ১৯ বছর ধরে ঘাটাল মহকুমার তালে তাল মিলিয়ে মহকুমারই কিছু স্বর্ণ শিল্পী সুদূর গুজরাট আমেদাবাদে একত্রিত হয়ে সরস্বতী আরাধনায় মেতেছে।
আমেদাবাদের স্বর্ণশিল্পীদের দ্বারা পরিচালিত শিবশক্তি ক্লাবের সদস্যরা ১৯ তম বর্ষে তাদের এবারের সরস্বতী পুজোও বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই করল।
ঘাটাল মহকুমার স্বর্ণশিল্পীদের আয়োজনে আমেদাবাদে হয় সরস্বতী পুজো
By সৌমেন মিশ্র
Published on: January 31, 2020 । 10:13 AM






