বেড়েছে সচেতনতা, লোকালয় থেকে দুই মিলিত গোখুরো বনদপ্তরের হাতে

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনের আলোয় মিলনে মত্ত দুটি বিষধর গোখুরো সাপকে দেখে প্রচন্ড ভয় পেলেও মারেননি ঘাটাল থানার বাগাবেড়িয়া গ্রামের শ্ওকত আলির পরিবার।  তারা সাপদুটিকে লক্ষ রেখে বনদপ্তরে খবর দেন। ততক্ষণে এলাকার লোকজন দুটি মত্ত সাপকে দেখতে ভিড় জমিয়েছেন। কাউকে সাপদুটির কোনও ক্ষতি করতে দেননি শওকতবাবুরা। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় কুমার ঘোষ বলেন,  প্রকাণ্ড বড় সাইজের দুটি গোখুরোকেই আমরা সুস্থ ভাবে উদ্ধার করতে পেরেছি। প্রায় নয় ফুট মতো সাইজের এই গোখুরোগুলির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!