এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ছাত্রছাত্রীদের সাহিত্যমুখী করতে সাহিত্য বাসর

Published on: September 29, 2019 । 9:24 PM

তৃপ্তি পাল কর্মকার: বর্তমানে ছাত্রছাত্রীরা সাহিত্য বিমুখ। অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকে। সেজন্য নিজে থেকে কিছু লেখার অভ্যেস গড়ে ওঠে না। ছাত্রছাত্রীদের নিজে থেকে লেখার দক্ষতা তৈরি ও সাহিত্যমুখী করে গড়ে তুলতে এক অভিনব সাহিত্য বাসরের আয়োজন করলেন দাসপুর থানার এক গৃহ শিক্ষক বিশ্বজিৎ পাত্র। তিনি  আজ ২৯ সেপ্টেম্বর গৌরাতে নিজ খরচে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা করেন। ওই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই, বিশিষ্ট প্রাবন্ধিক তথা নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী, শিক্ষক কেশব মেট্যা, শিক্ষক যাদব পাত্র, কবি নিমাই করণ ও প্রণবকুমার গোস্বামী প্রমুখ। আজ বিশ্বজিৎবাবুর লেখা ‘সূর্যের রশ্মি’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশ করেন উমাশঙ্কর নিয়োগী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now