সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের জোৎকানুরামগড়ে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃ/ত্যু হল এক প্রৌঢ়ার। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শিলা গায়েন (৫৫)। পুলিশ ইতিমধ্য়েই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও শিলাদেবী বাড়ির ছাদে ভিজে শাড়ি মেলতে গিয়েছিলেন। সেই সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মৃ/ত্যু হয়।




