চাঁইপাটের গ্রামীণ রাস্তায় ওভার লোডেড গাড়ি, ক্ষোভ বাসিন্দাদের

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: চাঁইপাট-রানিচক রাস্তায় ১০ টনের বেশি ওজনের গাড়ি চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে এবং পাশের বাড়িগুলো কাঁপছে। বুধবার রাস্তা আটকে প্রতিবাদ জানালেন স্থানীয়রা। চাঁইপাট-রানিচক রাস্তাটি দাসপুর-২ ব্লকের চাঁইপাট গ্রামপঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। রাস্তা তৈরির সময়ই সরকারি নির্দেশিকা অনুযায়ী ১০ টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু নিয়ম ভেঙে নিয়মিতভাবেই ২০ টনেরও বেশি ওজনের মাল বহনকারী গাড়ি চলাচল করছে। এর ফলে রাস্তা দ্রুত নষ্ট হচ্ছে এবং পাশের বাড়িগুলোতে ফাটল দেখা দিচ্ছে।বারবার নিষেধ করা সত্ত্বেও নিয়ম না মানায় বুধবার স্থানীয়রা রাস্তা আটকে প্রতিবাদ জানান। পুলিশ হস্তক্ষেপে পরে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, তারা আগে বিডিও, এসডিও এবং পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তা আটকে প্রতিবাদ করতে হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।