এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অবরুদ্ধ ঘাটাল পাঁশকুড়া সড়ক,আটকে বহু গাড়ি শত শত যাত্রী

Published on: December 9, 2019 । 6:14 PM

ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বৈকুণ্ঠপুরে পথ অবরোধ। আটকে শতাধিক গাড়ি, কয়েকশো যাত্রী,যাদের মধ্যে অফিস বা স্কুল ফেরৎ যাত্রীদের সংখ্যাই বেশি। আজ বিকেল প্রায় ৫টা থেকে ঘাটাল পাঁশকুড়া সড়কের বৈকুন্ঠপুরে রাস্তার মাঝে এক যাত্রীবাহী বাস আড়াআড়ি থাকার ফলেই এই যানজট বলে যানা গেছে। স্থানীয়সূত্রে জানাগেছে বিকেলে ওই বাস ও পুলিসের মধ্যে পুলিসের গাড়িকে পাশ দেওয়া নিয়ে ঝামেলার জেরে ওই বাসের চালককে আটক করে পুলিস। এই ঘটনার জেরেই অবরুদ্ধ ঘাটাল পাঁশকুড়া সড়ক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now