ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: একের পর এক গ্রামবাসীকে কুকুরের কামড়, আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বেশ কয়েকদিন ধরেই পাগলা কুকুরের কামড়ের আতঙ্কে দাসপুর থানার শৌলান, সরবেড়িয়া, জগন্নাথবাটির মতো একাধিক গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বারে বারে প্রশাসনে জানিয়েও প্রশাসনের তরফে কিছুই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে কুকুরের কামড়ে জখমের সংখ্যা বেড়ে এখন ৪০। এই অভিযোগ পাশাপাশি পাগলা কুকুরের আতঙ্ক থেকে গ্রামকে মুক্তির দাবিতে আজ রবিবারের সকাল থেকে কলোড়া পোস্তঙ্কা যে গ্রামীণ সড়ক সেই গ্রামে ঢোকার মূল রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে,আগুন জ্বালিয়ে চলছে এই অবরোধ। অবরোধকারীরা জানাচ্ছেন, জগন্নাথবাটির প্রিয়াঙ্কা পাইন, সরবেড়িয়ার দিবাকর দত্ত, কিঙ্কর পণ্ডিত, পদ্মা সামন্ত, শৌলান গ্রামের চন্দন ভুঁইয়া, বাসন্তি দাসের মতো ওই এলাকার প্রায় ৪০ জন ওই কুকুরের কামড়ে জখম। আক্রান্তদের বেশিরভাগ দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে গ্রামবাসীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই ওই কুকুরটিকে ধরা সম্ভব হয়েছে। সরবেড়িয়া হাইস্কুলের পেছনে হনুমান মন্দিরের কাছে একটি বাড়ির মধ্যে রাখা আছে।