এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামগড় চাতালে পথ দুর্ঘটনার কবলে মারুতি

Published on: December 28, 2020 । 9:40 AM

রাতের অন্ধকারে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাট গ্রামের রামগড় চাতালে পথ দুর্ঘটনায় জখম ৪,৩ জন ভর্তি ঘাটাল হাসপাতালে। দাসপুর পুলিশ সূত্রে জানাগেছে ২৭ ডিসেম্বর রবিবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ মেদিনীপুরের দিক থেকে আসা এক মারুতি ইকো ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে সামনে থেকে আসা এক ডাম্পারের।

দুর্ঘটনাগ্রস্থ মারুতি ইকো ভ্যান

ক্ষতিগ্রস্ত মারুতিতে থাকা ৪ জন যাত্রী জখম হন। আহতদের মধ্যে ৩ জনকে কর্তব্যরত দাসপুর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘাটাল হাসাপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা অমিত দোলই জানান,শীতের রাতে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের সাথে সাথে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ,দাসপুর পুলিশ এলাকাবাসীর আপদে বিপদে এভাবেই পাশে থাকুক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭