এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল ক্ষীরপাই সড়কের রাধানগরে পথ দুর্ঘটনা,গুরুতর জখম ২

Published on: October 22, 2019 । 10:08 PM

আজ মঙ্গলবারের রাতে রাত প্রায় ৯টা নাগাদ ঘাটাল ক্ষীরপাই সড়কে ঘাটাল থানার রাধানগর বাজারে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক পথচারী সহ বাইকের চালক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ রাত প্রায় ৯টা নাগাদ রাধানগর বাজারের মিষ্টি বিক্রেতা মদন পালের এক কর্মচারী রাস্তা পার হতে গেলে ক্ষীরপাইয়ের দিক থেকে আসা এক বাইক চালক ওই কর্মচারীকে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। ওই কর্মচারীর বাড়ি রাধানগর লাগোয়া কুশমান গ্রামে। বাইক চালকের পরিচয় জানাযায়নি। উভয়েরই মাথায় ও হাতে পায়ে যথেষ্ট চোট লাগে। স্থানীয়দের তৎপরতায় তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now