এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি

Published on: June 15, 2020 । 11:42 AM

শুভদীপ জানা ও রাজদীপ রায়:যানচলাচল একটু স্বাভাবিক হতেই আবার পথ দুর্ঘটনা জেলার ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানা এলাকার দাসপুর ও বকুলতলার মাঝে।

পাঁশকুড়া গামী অন্য এক লরিকে পাশ দিতে গিয়ে ঘাটালগামী কয়লা বোঝাই এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজলিতে উলটে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সোমবারের সকালেই এই দুর্ঘটনা এলাকাবসীর নজরে আসে।

স্থানীয়রা জানান,চালক ও খালাসির আঘাত তেমন গুরুতর নয়। দুর্ঘটনা গ্রস্থ গাড়ির চালক জানিয়েছে রবিবার গভীর রাতেই এই দুর্ঘটনা। স্থানীয়দের বক্তব্য, অতিরিক্ত মালবাহী গাড়ি তার উপর বৃষ্টিতে নরম হয়েগেছে রাস্তা,তাই এই দুর্ঘটনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭