এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনার গোঁসাইবাজারে পথ দুর্ঘটনা,আহত ৩

Published on: June 14, 2021 । 9:14 PM

বাবলু সাঁতরা,চন্দ্রকোনা:রাস্তা পেরোতে গিয়ে এক সাইকেল আরোহী কিশোরকে ধাক্কা বাইকের,ঘটনায় গুরুতর জখম তিনজন। আজ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজারে ঘাটা- চন্দ্রকোনা রাজ্য সড়কে।

রক্তাক্ত অবস্থায় বাইক আরোহী দুজন ও সাইকেল আরোহী এক কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ।রাজ্যসড়কে এই পথদূর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়,পরে পুলিশ যাতায়াত স্বাভাবিক করে।জানাযায়,এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক কিশোর দোকান বন্ধ করে রাজ্যসড়ক পার হচ্ছিল,সেসময় চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকায় দ্রুতগতিতে আসে একটি বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ছিটকে পড়ে উভয়েই।

বাইকে থাকা দুজন সহ গুরুতর জখম হয়েছে তিনজনই।তাদের স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।বাইকের অতিরিক্ত গতির জন্যই এই ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। নাম পরিচয় জানা যায়নি সাইকেল ও বাইক আরোহীর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭