রাজকুমার সিং: দুটি মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় আহত উভয় বাইকে থাকা চালকসহ মোট ৫ জন। ঘটনা, চন্দ্রকোণা থানার ঘাটাল চন্দ্রকোণা সড়কে চন্দ্রকোণা পৌরসভার এলাকার খেজুর ডাঙার পেট্রোল পাম্পের সামনের। আজ ৮ জানুয়ারি সন্ধ্যেতে গতিবেগে থাকা বিপরীত দিক থেকে আসা দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। একটি বাইকে ছিল দুই জন অন্যটিতে ছিল তিন জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘাটাল চন্দ্রকোণা সড়কের খেঁজুর ডাঙায় পথ দুর্ঘটনায় আহত ৫
By সৌমেন মিশ্র
Published on: January 8, 2020 । 7:16 PM










