নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপোতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। গুরুতর জখম দুই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় দাসপুর পুলিশের তৎপরতায় প্রথমে পাঠানো হয় নাড়াজোল গ্রামীণ হাসপাতালে। অবস্থার গুরুত্ব বুঝে আহতদের পাঠানো হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ নাড়াজোলের দিক থেকে এক বাইক দ্রুত গতিতে আসছিল। রামদাসপুর চাতাল পেরিয়ে বালিপোতার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা কাঠের গুঁড়িতে ধাক্কা দেয় বাইক। বাইকে থাকা দুই ব্যক্তিই বাইক সহ কাঠের গুঁড়িতে ধাক্কা দিলে একেবারে ভেঙে চৌচির হয়ে যায় এক জনের হেলমেট। স্থানীয় বাসিন্দা ও দাসপুর পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে পাঠানো হয় নাড়াজোল হাসপাতালে। বর্তমানে আহতদের অবস্থার অবনতি দেখে পাঠানো হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাস্তায় যাতায়াত কারী নিত্যযাত্রীরা জানাচ্ছেন, রাজ্য সরকারের চেষ্টায় আগের থেকে প্রায় দ্বিগুণ চওড়া হয়েছে এই ঘাটাল মেদিনীপুর সড়ক। কিন্তু যাতায়াতের জন্য রাস্তা অর্ধেকেরও কম। কারণ ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগর নাড়াজোল অংশে বেশিরভাগ রাস্তাজুড়ে অবৈধভাবে ইমারতি সামগ্রী বা গাড়ি পার্কিং। তবে আজকের দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকে থাকা দুই ব্যক্তিই মদ্যপ অবস্থায় ছিলেন। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে,আহতদের একজনের নাম জগদীশ মণ্ডল, অন্যজন রামপদ দোলই। উভয়েরই বাড়ি মলিঘাটি এলাকায়। তবে জগদীশ মণ্ডল এর অবস্থা আশঙ্কাজনক।