সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পুকুর কাটার মাটি বহনকারী ট্রাক্টরের দৌরাত্ম্যে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। এলাকায় পুকুর সংস্কারের জেরে সেই মাটি ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরিবহণের সময় ট্রাক্টর থেকে চাপ চাপ মাটি সরাসরি দাসপুর-সাগরপুর রাস্তায় ওপর পড়ে জমা হচ্ছে। এর ফলে মসৃণ পিচ রাস্তাটি এখন কার্যত মাটির রাস্তায় পরিণত হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, রাস্তার ওপর জমে থাকা এই মাটির কারণে সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কুয়াশা বা জল পড়লেই রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, আবার রোদ উঠলে ধুলোয় ঢাকছে এলাকা।








