সন্তু বেরা,দাসপুর: শব্দ দানব ডিজের ব্যবহার নিষিদ্ধ,পাশাপাশি আইন শৃঙ্খলা মেনে বছরের পর বছর যে পথ ধরে রথের চাকা গড়িয়িয়েছে সেই পথেই যাবে রথ, রথ যাত্রা বিষয়ে প্রশাসনিক বৈঠকে দাসপুরের ১৩টি রথ যাত্রা কমিটির সদস্যদের এমনই নির্দেশ ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক ও দাসপুর পুলিশের। ১ জুলাই বৃহস্পতিবার পুরির জগন্নাথদেবের রথের সাথে রথ টানা হবে দাসপুরের তিয়রবেড়িয়া,হরিরামপুর,বেলতলার পাশাপাশি প্রায় ১৩টি জায়গায়।
সেই রথযাত্রার প্রাক্কালে রথযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাবেসের মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭ জুন সোমবার দাসপুর পুলিশের ডাকে রথযাত্রা উৎসব কমিটির সদস্যদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক হল। বৈঠক থেকে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর নির্দেশ শুধু রথযাত্রা নয়,সমস্ত ধরনের অনুষ্ঠানে কোনোভাবেই শব্দদানব ডিজের ব্যবহার করা যাবে না।অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বৈঠকে উপস্থিত দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায় জানান,আইন শৃঙ্খলা মেনে বছরের পর বছর যে পথ ধরে রথের চাকা গড়িয়িয়েছে এবারও সেই পথেই যাবে রথের চাকা। কোনোভাবেই তার পরিবর্তন করা যাবে না। এছাড়া রথযাত্রাকে কেন্দ্র করে যে ব্যপকভাবে ভক্ত সমাগম তা সামালদিতে পুলিশকে সহযোগিতা করতে হবে কমিটি গুলিকেও। জানাগেছে এদিনের এই প্রশাসনিক বৈঠকে দাসপুর থানা এলাকার মোট ১৩টি রথযাত্রা উৎসব কমিটির সদস্যরা হাজির ছিল। বিভিন্ন কমিটির সদস্যরাও পুলিশের এই আবেদনে সাড়া দিয়ে সুষ্ঠুভাবে প্রতিবারের মতো এবারে রথযাত্রাও পরিচালনা করার কথা জানান।