নিজস্ব সংবাদদাতা: গ্রামের রাস্তা দিয়ে অবাঞ্ছিত যাতায়াত রুখতে গ্রামবাসীরা নিজেরাই রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরুদ্ধ করে রাখলেন। আজ ১ এপ্রিল সকাল থেকে ঘাটাল থানার রত্নেশ্বরবাটীতে এই ধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ওই গ্রামের বাসিন্দা শপথ চক্রবর্তী, সুমন সন্ন্যাসী, প্রশান্ত দোলই, প্রদীপ দলবেরা প্রমুখ বলেন, নাকের ডগায় দাসপুরের এক স্বর্ণ শিল্পী করোনাতে আক্রান্ত হলেন। তিনি ট্রেনে করে গত সপ্তাহে বাড়ি আসার পর অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন বলে জানা গিয়েছে। আমাদের এই রাস্তা দিয়েও প্রচুর অপরিচিত মানুষ অবাঞ্ছিত ভাবে যাতায়াত করেছেন। সেজন্যই আমরা এদিন থেকে রাস্তায় গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রেখেছি। বিনা দরকারে যাঁরা রাস্তায় বেরিয়েছেন তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শপথবাবু বলেন, গুঁড়ি দিয়ে রাস্তা আটকানোর প্রায় সঙ্গে সঙ্গে ফলও পাওয়া গিয়েছে। সকালের দিকে দেখা গেল একটি মেশিন ট্রলিতে করে হাওড়ার মাছিনান থেকে কিছু যুবক পুলিশকে এড়িয়ে কোলাঘাট, শ্রীবরা, গোপীগঞ্জ এবং রাণীচক হয়ে আমাদের রাস্তা দিয়ে বরদার দিকে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা তাঁদের আটকে সিভিক ভলান্টিয়ারকে খবর দিই। পরে তাঁদের হাসপাতালে যেতে বাধ্য করাই। ভ্যান চালকেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রত্নেশ্বরবাটী গ্রামের বাসিন্দাদের ওই উদ্যোগে খুশি মহকুমার একাংশের মানুষ। কারণ শপথবাবুদের মতো প্রত্যেকটি গ্রামের মানুষ যদি সচেতন হয়ে এই কাজ করেন তাহলে করোনা সংক্রমণের হার অনেকটাই কমে যাবে।