এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেলিয়াঘাটায় পথ দুর্ঘটনায় জখম ২

Published on: March 15, 2020 । 8:38 PM

শুভ রাণা: আজ ১৫ মার্চ রাত সাড়ে ৮টা একটি ট্রাকটরের পেছনে বাইক ধাক্কা মারলে দুজন জখম হন।
বেলিয়াঘাটা এবং নিমতলার মাঝে ওই পথ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কোনও কারণে ট্রাকটরটি হঠাৎ করে থেমে গেলে ট্রাকটরের পেছনে বাইকটি সজোরে ধাক্কা মারে। বাইকের পেছনে ছিলেন এক মহিলা। মহিলা বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। বাইক চালকও অল্পবিস্তর জখম হয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad