এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের শিল্পীর নজির,প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে সজনে পাতায় তুলে ধরলেন

Published on: August 8, 2019 । 9:36 AM

বিদ্যাসাগরের পর রবীন্দ্রনাথ। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কয়েকটি সজনে পাতার মাধ্যমে বিদ্যাসাগরকে ফুটিয়ে তুলে নেট দুনিয়ায় ভাইরাল ছবির সৃষ্টি যিনি করেছিলেন, সেই সুমিত বাঙালই আজ আবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ২২ শ্রাবণের সকালেই সজনে পাতায় তুলে ধরলেন রবীন্দ্রনাথকে।
ঘাটাল মহকুমার খড়ার শহর লাগোয়া দন্দীওপুরের সুমিত বাঙাল পেশায় ও নেশায় চিত্র শিল্পী। তিনি রঙ পেন্সিলে ছবি আঁকার পাশাপাশি কাঠ,পাথর,সিমেন্টের মতো নানান মাধ্যমেই নিজের শিল্পসত্তার সৃষ্টি তুলে ধরতে পারেন।

আজ ২২ শ্রাবণ বাঙালির প্রাণের কবির প্রয়াণ দিবসের সকালেই বাড়ির সজনে গাছের পাতা দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তিনি বলেন, আমি আমার আশপাশের সব বস্তুর মধ্যেই আমার শিল্প কল্পনা করে তা সৃষ্টি করতে চেষ্টা করি। কবি গুরু ও বিদ্যাসাগর আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবেই জড়িয়ে গিয়েছেন খুব সহজেই তাঁদের আমরা কাছে পাই, যেমনটি আমাদের হাতের নাগালে সব সময় থাকে সজনে পাতা। চরম দারিদ্রতার মধ্যেও এক মুঠো ভাতে সজনে শাক পরম উপাদেয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now