এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণ: ব্যাবসায়ীদের পুনর্বাসনের দাবিতে মহকুমা শাসক ও পূর্ত দপ্তরে গণ ডেপুটেশন

Published on: February 10, 2021 । 4:44 PM

মেহেবুব আলম:ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্বস্থ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও ঝুপড়িবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি ঘাটাল মহকুমা শাসক ও ঘাটাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিকট গণ ডেপুটেশন দিল ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্বস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।
এই ডেপুটেশনে বিভিন্ন বাসস্টপেজ শাখা থেকে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবি করেন, রাস্তা সংস্কারের কাজ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি, পথিপার্শ্বস্থ দোকানদার ও হাট কমিটির প্রতিনিধিদের নিয়ে সভা করে একটি কমিটি গঠন করতে হবে। পথিপার্শ্বস্থ দোকানঘরগুলি প্রস্তাবিত ১০ মিটার পিচ থেকে পথচারীদের জন্য পাঁচ ফুট ছেড়ে দোকানঘর রাখার অনুমতি দিতে হবে। এর মধ্যে দোকানের যে অংশটুকু পড়বে তা কমিটির নেতৃত্বের আলোচনার মধ্যে সংশ্লিষ্ট দোকানদারকে নিজ উদ্যোগে ভেঙে নেওয়ার সুযোগ দিতে হবে। হকার আইন ২০১৪ অনুসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কমিটি গঠন এবং উচ্ছেদ হওয়া দোকানদারদের নামের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই কর্মসূচিতে অল বেঙ্গল হকার্স ইউনিয়নের রাজ্য সভাপতি মধুসূদন বেরা, কমিটির উপদেষ্টা নারায়ণ নায়ক এবং বিভিন্ন স্টপেজ থেকে তিনশ’র বেশি ক্ষুদ্র ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now