এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ফের প্রাথমিক শিক্ষকের আত্মহত্যা

Published on: August 31, 2019 । 9:43 AM

ফের দাসপুর থানার এক প্রাথমিক শিক্ষক আত্মহত্যা করলেন। শুক্রবার রাতে দাসপুর থানার নাড়াজোল ২ চক্রের পৌষতঙ্কা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল পাল মকরামপুরের নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

পারিবারিক অশান্তি থেকে মানসিক অবসাদের কারণেই এই আত্মহত্যা বলে সহকর্মীদের ধারণা। ওই চক্রের অপর এক প্রাথমিক শিক্ষক শ্যামল পাত্র বলেন,গোপাল বাবু খুব ভালো মনের মানুষ ছিলেন। সবসময় হাসিখুশির মধ্যেই থাকতেন। তিনি এমন কাজ করবেন,এটা ভাবতেই পারছি না!

গত ২৬ জুলাই দাসপুরের নাড়াজোলেরই আর এক প্রাথমিক শিক্ষক সাত সকালেই বিষপান করে আত্মহত্যা করেছিলেন। তিনি মানসিক অবসাদে দীর্ঘদিন ভুগছিলেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছিলেন। আজ আবার ওই একই কারণে গোপাল বাবু আত্মহত্যা করলেন। শিক্ষকদের এভাবে আভাবে আত্মহত্যা আমাদের সমাজে যথেষ্ট প্রভাব ফেলবে বলে অনেকের ধারণা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭