মহকুমার সেরা খুকুড়দহ চক্র, জেলাতে দ্বিতীয়

সোমেশ চক্রবর্তী: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ৪১ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে ঘাটাল মহকুমার খুকুড়দহ চক্র সবচাইতে এগিয়ে। খুকুড়দহ চক্র মোট পাঁচ টি প্রথম পুরস্কার একটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে।  জেলার মোট  ৫১টি চক্রের  মধ্যে খুকুড়দহ চক্র দ্বিতীয় হয়েছে। আজ ৯ ডিসেম্বর সন্ধ্যায় আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে জেলার সফল বিজয়ীদের  বরণ করে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান ওই চক্রের এক শিক্ষক গণেশ চক্রবর্তী।   সেই সঙ্গে মহকুমার সফল প্রতিযোগীদের নামের তালিকা দেওয়া হল। মহকুমার মধ্যে প্রথম স্থান দখল করেছে যে সমস্ত প্রতিযোগী—➥দীর্ঘলম্ফন (বালিকা-ক) সুমনা চক্রবর্তী(খুকুড়দহ) ➥১০০ মিটার দৌড় (বালক-খ) সানিরুদ্ধ রানা(খুকুড়দহ) ➥১০০ মিটার দৌড় (বালিকা-খ) রিয়া কবি(খুকুড়দহ) ➥২০০ মিটার দৌড়(বালক-খ) রোহিত ভৌমিক(খুকুড়দহ) ➥হাঁড়ি ভাঙা অভ্রসোম কাপাস (সোনাখালি চক্র)➥গুলি-চামচ দৌড়(শিক্ষিকা) মনীষা বাড়ি। মহকুমার মধ্যে দ্বিতীয়স্থান দখল করেছে যে সমস্ত প্রতিযোগী— ➥উচ্চ লম্ফন (বালিকা-খ) সরস্বতী দিগার(বিদ্যাসাগর) ➥দীর্ঘলম্ফন (বালিকা-ক) রূপা ভুঁইঞা(বিদ্যাসাগর) ➥১০০ মিটার দৌড় (বালক-গ) সৌম্যদীপ দোলই (নাড়াজোল-২) ➥৭৫মিটার দৌড়(বালক-ক) শেখ ইসমাইল আলি( ঘাটাল পশ্চিম) ➥৭৫মিটার দৌড়(বালিক-ক) পায়েল বেরা(নাড়াজোল-১) ➥২০০ মিটার দৌড়(বালিকা-খ) রিয়া কবি(খুকুড়দহ) মহকুমার মধ্যে তৃতীয়স্থান দখল করেছে যে সমস্ত প্রতিযোগী— ➥জিমনাস্টিক(বালক-খ) ঋতম মান্না (নাড়াজোল-১ চক্র) ➥জিমনাস্টিক (বালিকা-খ) স্বস্তিকা সামন্ত (ঘাটাল) ➥দীর্ঘলম্ফন (বালিকা-গ) পায়েল ভুঁইঞা ➥৭৫মিটার দৌড়(বালিক-ক) রূপসী ভুঁইঞা(ঝাঁকরা)

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!