সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথা বা প্রধান দায়িত্বে আর চেয়ারম্যান পদটি রইলো না। এবার চেয়ারপারসন হিসেবে প্রধান দায়িত্ব নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক। আজ বুধবার দুপুরে রাজ্য সরকারের জয়েন সেক্রেটারির পক্ষ থেকে এক নোটিফিকেশন পৌঁছেছে জেলাতে। যেখানে উল্লেখ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলাশাসক খোরশেদ আলি কাদরি। তবে পাশাপাশি নিজের দায়িত্ব পালন করবেন ডি আই প্রাণতোষ মাইতিও। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন সমস্যার মাঝে গত প্রায় সাত মাস আগে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল কৃষ্ণেন্দু বিশুইকে। তারপর থেকে চেয়ারম্যান ইনচার্জ হিসেবে দায়িত্ব সামাল দিচ্ছিলেন প্রাথমিক এর ডি আই। অবশেষে আজ বুধবার এক নোটিফিকেশনে জেলা শাসককে বসানো হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথায়। নিয়োগ দুর্নীতি পরিস্থিতির মাঝে কোনও রকম নতুন চেয়ারম্যান এই মুহূর্তে থাকছেন না পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদে। যা ইতিপূর্বে কখনোই হয়নি। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই নিয়ম বলবৎ করেছে সম্প্রতি রাজ্য সরকার। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]