সন্তু বেরা:দেশের প্রধানমন্ত্রীর আবেদনে জনতা কার্ফুতে ব্যাপকভাবে সাড়া মিলল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২২ মার্চ দেশবাসীকে সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত নিজের ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার মাধ্যমে জনতা কার্ফু-এর আহ্বান জানান।
সেই আহ্বানেই রবিবার ব্যপক সাড়া মিলল দাসপুরে। সকাল থেকেই একেবারে জনমানবশূন্য থাকল দাসপুর।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










