এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফু,ব্যাপক সাড়া দাসপুরে

Published on: March 22, 2020 । 8:51 AM

সন্তু বেরা:দেশের প্রধানমন্ত্রীর আবেদনে জনতা কার্ফুতে ব্যাপকভাবে সাড়া মিলল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২২ মার্চ দেশবাসীকে সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত নিজের ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার মাধ্যমে জনতা কার্ফু-এর আহ্বান জানান।

সেই আহ্বানেই রবিবার ব্যপক সাড়া মিলল দাসপুরে। সকাল থেকেই একেবারে জনমানবশূন্য থাকল দাসপুর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭