সন্তু বেরা ও শুভদীপ জানা:টানা দুদিন লকডাউনের শেষ বেলাতেও সক্রিয় দাসপুর পুলিশ। দিনভর দাসপুর পুলিশ দাসপুর থানা এলাকায় বিভিন্ন প্রান্তে লকডাউন ভঙ্গকারীদের সবক সেখাল। শুক্রবার লকডাউনের সকালেই দাসপুরের রাজনগরে নজর এড়িয়ে চোলাইয়ের ঠেকে হানা।
দাসপুর জুড়ে অকারণে রাস্তায় যারা মাস্ক হেলমেট না পরে ঘোরাঘুরি করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো ছিলই,পাশাপাশি লকডাউনের শেষ বেলায় দাসপুরের কাঁসাই ও শীলাবতী নদী লাগোয়া সাহেবের ঘাট,সুরতপুর,রঘুনাথপুরের মত নদী বাঁধ বরাবর একাধিক গ্রামে যে সব দোকানপাট খোলা ছিল সেগুলিকে বন্ধ করল।
দেখা গেল দোকান ছেড়ে দোকান মালিককে ধান জমিতে পুলিশের তাড়া খেয়ে ছুটতেও। অনেকে হয়তো মনে করতে পারেন পুলিশের বাড়াবাড়ি কিন্তু দাসপুরবাসী মানতে বাধ্য হয়েছেন বৃহস্পতি ও শুক্রবারের লকডাউন আগের সবকটি লকডাউনকে ছাপিয়ে শতাংশের বিচারে সফল এবং সতস্ফুর্ত।