নাড়াজোল রাজবাড়িতে গাছ লাগালেন জেলা শাসক ড. রশ্মি কমল

সৌমেন মিশ্র:  নিজে হাতে গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন পশ্চিম মেদিনীপুর

 

জেলার জেলা শাসক ড. রশ্মি কমল। ২১ আগস্ট দাসপুর-১ ব্লকের পক্ষ থেকে নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই জেলা শাসক উপস্থিত হয়ে গাছ লাগানো কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, ওই দিন নাড়াজোলের রাজবাড়ি ছাড়াও, নাড়াজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নাড়াজোল হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয়, দুবরাজপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সহ ওই এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মোট এক হাজার গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। জেলা শাসক হাওয়া মহল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে নিজ হাতে গাছ লাগান।
জেলা শাসকের আগমনকে ঘিরে ওই দিন নাড়াজোল ছিল উৎসব মুখর। তাঁকে বিশেষ সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ওই দিন তিনি অনুষ্ঠানের মাঝেই ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহ্য নাড়াজোলের রাজবাড়ি ঘুরে দেখেন।
এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়াও পশ্চিম মেদিনীপুরের দুজন এডিএম, ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা প্রমুখ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!