জেলাশাসকের উপস্থিতিতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ট্যাবলো প্রচার শুরু পশ্চিম মেদিনীপুরে

মনসারাম কর, সাংবাদিক, স্থানীয় সংবাদ: ট্যাবলোর মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের প্রচার শুরু করলো জেলা শ্রম দপ্তর। প্রকল্পের নাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মী কমল,ডেপুটি লেবার কমিশনার প্রসেনজিৎ কুণ্ডু, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল মাইতির হাত ধরে আজ ২৯ এপ্রিল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ট্যাবলো প্রচার শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ যোজনার মাধ্যমে উপকৃত এরাজ্যের শ্রমিকরা। এই যোজনার মাধ্যমে রাজ্যের পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, ইঁটভাটা শ্রমিক সহ অন্যান্য অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে শ্রম দপ্তর। একজন নথিভুক্ত শ্রমিক, এই প্রকল্পের আওতায় প্রভিডেন্ট ফান্ড হিসেবে এককালীন ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত শ্রমিকরা এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্ত করতে পারেন। নথিভুক্ত শ্রমিকের নামে প্রতি মাসে রাজ্যসরকার ৫৫ টাকা করে দিয়ে থাকে এবং ওই পরিমান জমা হওয়া টাকার উপর সুদ সহ পেয়ে যান শ্রমিকরা। যোজনায় নথিভুক্ত শ্রমিকদের মৃত্যু ও শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত দেয় রাজ্য সরকার। পরিবহন শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের ৬০ বছর বয়সের পর পেনশন দেওয়া ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পে। পরিসংখ্যান অনুযায়ী মার্চ ২০২২ পর্যন্ত এই জেলায় মোট ৬ লক্ষ ৫৫ হাজার ৫৪৫ জন শ্রমিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম লিখিয়েছেন। জেলাজুড়ে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত শ্রমিক বা তার পরিবারকে মোট ১০৫ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার দিয়েছে শ্রম দপ্তর। এই নিয়ে ডেপুটি লেবার কমিশনার প্রসেনজিৎ কুণ্ড বলেন এই যোজনার মুল উদ্দেশ্য ও সুবিধাগুলি সকলের কাছে তুলে ধরার জন্যই ট্যাবলো সহযোগে বিশেষ প্রচার কর্মসুচী গ্রাহন করা হয়েছে। মেদিনীপুর ঘাটাল খড়গপুর সহ সব জায়গাতেই এই প্রচার চালানো হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও পুরসভাতে সম্পূর্ণ বিনামুল্যে নাম নথিভুক্ত করা চলছে। বিস্তারিত জানতে প্রত্যেক ব্লক ও পুরসভার শ্রমিক কল্যান সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট এলাকার শ্রমিকরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।