ভিডিও,দাসপুরে ছুটির দিনে ব্যাঙ্কে ‘পরকীয়া’ তালা লাগাল এলাকাবাসী

কাজের চাপ? নাকি প্রেমের ডাক? ঘটনা যাই হোক রটনা কিন্তু পরকীয়া। বিবাহিত পরপুরুষের সাথে বিবাহিত মহিলা চার দেওয়ালের মাঝে। ভেতরে কী হচ্ছে না হচ্ছে চাক্ষুষ না করেই কল্পনার পানসি বেয়ে প্রনয়ের চরম সীমার কথা ভেবে গ্রাম বাংলার মানুষ ভেতরে থাকে দুই নরনারীকে চাবি দিয়ে দিলেন। আর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা দাসপুর থানার শ্রীবরা এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এক মহিলা কর্মী এবং ওই ব্যঙ্কেরই প্রাক্তন এক পুরুষ কর্মীর।

৮ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ব্যঙ্ক ছুটি থাকলেও এই দুই কর্মীর চাপটা বোধহয় একটু বেশিই ছিল। তবে এলাকাবাসীর অভিযোগ সে চাপ প্রাণের। একটু আড়ালে একটু নিরালায় প্রিয় মানুষের সাথে পরকীয়ার।
আইনই ছাড় মিলেছে তো কী হয়েছে? গ্রাম বাংলার মানুষের কাছে পরকীয়া স্বাভাবিক হতে এখনও এক যুগ বাকি।

অগত্যা পরকীয়া চলছে ব্যঙ্কের ভেতরে এই অভিযোগেই গেটে তালা ঝুলানো হল।
ঘন্টার পর ঘন্টা কাটলেও মুক্তি মেলেনি ব্যঙ্কের মধ্যে নিজের কর্মস্থলেই বন্দী দুই নরনারীর। খবর যায় দাসপুর পুলিসে। দাসপুর পুলিসের হস্তক্ষেপে মুক্তি মেলে ওঁদের। তবে মহিলা ও পুরুষ ওই দুই ব্যঙ্ক কর্মী জানিয়েছেন পুরানো কিছু ফাইলের হিসেব মেটাতেই তাঁদের এই ছুটির দিনেও আসতে হয়েছিল। তবে এলাকাবাসীর বক্তব্য,পুরানো ফাইল নয় পুরানো প্রেম আবার জেগেছিল,সেটা মেলাতেই এমন কান্ড।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।