এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের এককালীন অনুদান দেওয়ার ফরম পূরণ আবার শুরু হয়েছে

Published on: April 17, 2020 । 4:58 PM

তনুশ্রী সামন্ত: প্রথমেই বলি,  আমাদেরকে ফোনে একদম বিরক্ত করবেন না। দয়াকরে বিশিষ্ট স্বর্ণ শিল্পপতি   এস এস আলামের সাক্ষাৎকারটি মন দিয়ে শুনুন। এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। লকডাউন পরিস্থিতিতে স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের আর্থিক সুবিধে দেওয়ার  জন্য কী কী পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা এই ভিডিওতে বলা হয়েছে। তাই ভিডিওটি মন দিয়ে শুনলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ইউটিউবের ড্রেসকিপশনে আবেদন করার জন্য দুটো আলাদা সংস্থার দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। দুটোতেই আবেদন করা যাবে। ওই লিঙ্কগুলিতে ক্লিক করলেই একটি করে  ওয়েব সাইট খুলে যাবে। সেখান থেকে আবেদন করবেন। যে সমস্ত নথি দিতে বলছে সেগুলি আবেদন পত্রের সঙ্গে অবশ্যই জমা দেবেন।   আর কিছু জানার থাকলে   www.gjc.org.in এবং  https://gjepc.org/ এই ওয়েব সাইট দুটো থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন। সাংবাদিক কাজলকান্তি কর্মকার কিম্বা আমাদের ‘স্থানীয় সংবাদের দপ্তরের সঙ্গে অযথা  যোগাযোগ করে বিরক্ত করতে যাবেন না।
One time help by GJEPC & GJC for Artisans(₹1,500)
কারিগরের জন্য জিজেইপিসি এবং জিজেসি দ্বারা এক সময় সহায়তা (₹ 1,500)
স্বর্ণ শিল্পের কারিগরেরা আর্থিক সুবিধে পেতে আবেদনকরার লিঙ্কগুলি হল—(১) ‘( GJC )অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল’ এর অনুদান পাওয়ার জন্য লিঙ্ক: https://forms.gle/Q6ypEQSZXJESzP2j9    (২) ‘(GJEPC)জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল’: https://gjepc.org/relief-aid-applications-form.php

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now