চন্দ্রকোণার ওসিকে সম্বর্ধনা দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোণা থানার ওসি প্রশান্ত পাঠক পুরুলিয়ায় সি আই পদে বদলি হয়ে চলে যাচ্ছেন। তাই চন্দ্রকোণার বিদায়ী ওসিকে সম্বর্ধনা দিলেন চন্দ্রকোণা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ ও সম্পাদক অলোক ঘোষ। উল্লেখ্য যে ওসি প্রশান্ত পাঠক থানার সংস্কারের ব্যাপারে প্রধান উদ্যোগ নিয়েছিলেন। থানার বর্তমান ঝাঁ চকচকে ভবনটি প্রশান্তবাবুর সৌজন্যেই বলা যায়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!