এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোয়ারেনটাইনে থাকা নিজামপুর গ্রামের মানুষ সমস্যায়

Published on: April 13, 2020 । 6:20 PM

ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুরের নিজামপুরের মানুষ এবার ক্ষোভে ফেটে পড়লেন। সোমবার বিকেলে কর্তব্যরত আশাকর্মী ও সিভিকদের আটকে তাঁদের ক্ষোভ উগরে দিলেন। উল্লেখ্য জেলার প্রথম করোনা সংক্রমণের হদিস মেলে এই গ্রামেই।

তারপর থেকেই এই গ্রামের সমস্ত মানুষকে কোয়ারেনটাইনে রেখেছে প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ তাঁদের বাড়িতে খাবার আর নেই,হাতে টাকা নেই,জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে। তাঁদের আবেদন বাইরে বেরোতে না দিলে দুবেলা খাবার সরবরাহ করুক প্রশাসন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭