নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০ মার্চ কবি কালীপদ চক্রবর্তীর নতুন কাব্যগ্রন্থ্ ‘ভাঙা আয়নায় প্রতিবিম্ব’ প্রকাশিত হল। ইড়পালার যুগল কিশোর মান্না স্মৃতি মুক্ত মঞ্চে ওই বই প্রকাশ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের আয়োজক গুণধর সামন্ত জানান, একই সঙ্গে ওইদিন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি কালীপদ চক্রবর্তী বলেন, ২৮টি কবিতা সম্বলিত প্রায় দেড়শ পাতার এই বইটিতে জীবনের রূঢ় বাস্তবের মুখোমুখি থাকার অভিজ্ঞতা প্রতিটি কবিতার পরতে পরতে তুলে ধরা হয়েছে। এছাড়াও মানুষের আশা-আকাঙ্ক্ষা, অভাব-অভিযোগ, সমাজ-সংসারের হিংসায় যন্ত্রণাবিদুর চিত্রগুলিও কবিতার মাধ্যমে প্রতিফলিত হয়েছে এই ‘ভাঙা আয়নায় প্রতিবিম্ব’ কাব্যগ্রন্থে। বইটি সংগ্রহ করতে চাইলে কবির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৬২৯০৭৭৫৬৬০ নাম্বারে।
ঘাটালের ইড়পালায় বই প্রকাশ অনুষ্ঠান
Published on: March 21, 2022 । 9:54 AM










