এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হল

Published on: August 19, 2019 । 9:29 AM

নিজস্ব সংবাদদাতা: ১৮ আগস্ট সাইকেলে করে কেঠিয়া নদীর কাঠের সাঁকো থেকে পড়ে গিয়ে নদীতে তলিয়ে

 

গিয়েছিল চন্দ্রকোণা থানার চাষিবাড় গ্রামের এক কিশোর। ওই কিশোরের নাম জাহাঙ্গির শা(১৩)। ওই দিন সন্ধ্যে পর্যন্ত খুঁজেও কোনও হদিশ পাওয়া যায়নি। আজ ১৯ আগস্ট সকালে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের জওয়ানরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকেই ওই কিশোরের মৃত দেহ  উদ্ধার করেছে।

প্রসঙ্গত,   ১৮ আগস্ট দুপুরে কিশোরটি সাইকেলে করে চাষিবাড়ের কেঠিয়া নদীর ওপর কাঠের ব্রিজ পেরোচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরটি নদীতে সাইকেল নিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীদের চিৎকারে প্রচুর মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করার জন্য নদীর জলে নামেন। পুলিস ঘটনাস্থলে আসে। কিন্তু ১৮ আগস্ট সারা দিন কোনও ভাবেই তার সন্ধান মেলেনি। ১৯ আগস্ট সকালে সন্ধান মেলে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad