অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভারত সরকারের শিক্ষা মন্ত্রালয়ের শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের অধীনস্থ স্বশাসিত সংস্থা ‘জওহর নবোদয় চয়ন পরীক্ষা-২০২৪’-এ ষষ্ঠ শ্রেণিতে আবেদের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মুরাডাঙা ‘জওহর নবোদয় বিদ্যালয়ে’ ভর্তি জন্য এখন থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩। মনে রাখতে হবে, কেবলমাত্র Online আবেদনই গ্রহণযোগ্য। সম্পূর্ণ নিঃশুল্ক NVS-এর Admission Portal এর https://navodaya.gov.in লিঙ্ক -এর মাধ্যমে Online Registration করতে পারবেন। পরীক্ষার তারিখ ২০ জানুয়ারি, ২০২৪ শনিবার, বেলা ১১.৩০।
ভর্তির নিয়ম: প্রার্থীকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার স্থায়ী নিবাসী হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত জেলার সরকারি / সরকারি সহায়তা প্রাপ্ত / স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিদ্যার্থী হতে হবে। জন্মতারিখ ০১.০৫.২০১২ থেকে ৩১.০৭.২০১৪ এর মধ্যে হতে হবে (উক্ত দুটি তারিখ সহ) • তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সরকারি/ সরকারি সহায়তা প্রাপ্ত / স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে এবং প্রত্যেক শ্রেণিতে সম্পূর্ণ শিক্ষাবর্ষ পড়তে হবে। •ভর্তির নিয়ম সম্বন্ধে বিস্তারিত জানার জন্য https://navodaya.gov.in ওয়েব সাইটে গিয়ে প্রসপেক্টাস দেখে নিতে পারেন।
কিভাবে আবেদন করবেন: একটি শংসাপত্র (Certificate) (বিদ্যার্থী পঞ্চম শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাঠরত এই মর্মে) যাতে বিদ্যার্থী, অভিভাবক ও প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে। এটি 10-100 kb jpg ফরমেটে আপলোড করতে হবে। •বিদ্যার্থীর রঙিন ফটো (10-100 kb jpg ফরমেটে) • বিদ্যার্থীর স্বাক্ষর (10-100 kb jpg ফরমেটে) •অভিভাবকের স্বাক্ষর (10-100 kb jpg ফরমেটে) • আধার / আবাসীয় প্রমাণপত্র (সরকারি আধিকারিকের অফিস থেকে নেওয়া) (10-100 kb jpg ফরমেটে)
পড়াশোনার ক্ষেত্রে সমস্ত সুবিধে পাওয়া যাবে: • ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল। •অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান Computer, Internet এবং Projector এর মাধ্যমে শিক্ষাদান। •সঙ্গীত, খেলাধুলো, যোগাসন, অঙ্কন শিক্ষা, স্কাউট গাইড, NCC ও পাঠাগারের ব্যবস্থা। •সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া ইউনিফর্ম এবং প্রাত্যহিক প্রয়োজনীয় দ্রব্য। •Digital Class Room, Smart Class ও Wi-Fi Internet – এর সুবিধা।