এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় আদিবাসী যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

Published on: July 5, 2020 । 2:47 PM

বাবলু সাঁতরা:আদিবাসী যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার ২ অভিযুক্ত। আজ ৫জুলাই সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার গোপসাই এলাকায়। আদিবাসী যুবতীর বাড়ি চন্দ্রকোণা থানার মল্লেশ্বরপুরের ভেরবাজার এলাকায়। আজ সকালে ওই যুবতী দিনমজুরের কাজের জন্য বেরিয়ে গোপসাই মোড় লাগোয়া চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় বিল্টু রায় ও কালিপদ আড়ি নামে দুই যুবক যুবতীর শ্লীলতাহানি এবং মারধোর করে বলে অভিযোগ। দুই অভিযুক্তের বাড়ি চন্দ্রকোণা থানার রানীগঞ্জ এলাকায়। ওই যুবতী চন্দ্রকোণা থানায় অভিযোগ করলে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad