দাসপুরে ইন্ডিয়ান ওয়েল কপোর্রেশনের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান হল

শ্রীকান্ত ভুঁইঞা: ৫ মার্চ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। দাসপুর-২ ব্লকের কামালপুর জিপির জোতকানুরামগড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ইন্ডিয়ান ওয়েলের টেকনিসিয়ানরা মক ড্রিল করে দেখান কীভাবে কোথাও তেল লিক করলে দ্রুত প্রশাসনকে বা অয়েল কোম্পানির দপ্তরে ফোন করে জানাবেন। ইন্ডিয়ান অয়েলের ওই এলাকার ডিজিআর তাপস দোলই বলেন, হলদিয়া থেকে উত্তরপ্রদেশের বারাউনি পর্যন্ত ইন্ডিয়ান ওয়েলের পাইপ লাইনটি দাসপুর-২ ব্লকের জোতকানুরামগড় এলাকা দিয়ে গেছে। যে জায়গা-জমির নিচ দিয়ে পাইপ লাইনটি গেছে এই এলাকায় যদি পাইপ লাইন লিক করে তেল বেরোতে দেখা যায়, বা তেলের গন্ধ ওঠে তবে এলাকার মানুষ যেন স্থানীয় প্রশাসন মারফত অথবা ইন্ডিয়ান অয়েলের টোল ফ্রি নাম্বারে দ্রুত ফোন করে জানাতে পারেন এবং দুর্ঘটনা এড়াতে পারেন সেজন্যই এই সচেতনতামূলক অনুষ্ঠানটি করা হয়। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিক বি. কে পট্টনায়ক, পার্থ দাস, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, ঘাটাল ফায়ার সার্ভিসের আধিকারিক, সোনাখালি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীগণ সহ স্থানীয় গ্রামবাসীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!