মনসারাম কর,স্থানীয় সংবাদ,ঘাটাল: নৌকা নিয়ে বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধ পোঁছে দিল ঘাটাল থানা এবং ঘাটাল ব্লক স্বাস্থ্য বিভাগের অফিসার ও কর্মীরা। আজ ২ আগস্ট সোমবার ঘাটালের অজবনগর,ঘোলা,থাবাপুর এলাকার জলমগ্ন বন্যা দুর্গত প্রায় ২০০ টি পরিবারের হাতে ওষুধ পোঁছে দেওয়া হয়। একই সাথে কারও কোনওরকম সমস্যা হচ্ছে কিনা তা সরেজমিনে খোঁজ নেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। যে কোনও সমস্যায় বন্যা বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন দেবাংশুবাবু।