কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ধুমধাম করে চলছিল বিয়ে। বিয়ে বাড়িতে হঠাৎ একদল মদ্যপ(Drunk) যুবকদের তাণ্ডব শুরু।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
২২ জনকে আটক করে পুলিশি নিরাপত্তায় বিয়ে হল মেয়ের। শনিবার সন্ধ্যে থেকে বিয়ের আসর বসে ঘাটাল(Ghatal) থানার কিশোরচক গ্রামের মৃত মদন সামন্তের মেয়ে রশ্মির। এই বিয়েবাড়িতেই এক দল যুবক ঢুকে তাণ্ডব শুরু করে। তা দেখে তাজ্জব বিয়েবাড়িতে উপস্থিত সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার ওসি(OC) শঙ্খ চট্টোপাধ্যায়। আটক করা হয় ২২ জনকে। জানা যাচ্ছে রশ্মির বিয়ে হল ঘাটাল থানার(Ghatal police station) বন হরিসিংহপুরের সুরজিৎ এর সাথে। বাপ মরা এই মেয়ের বিয়েতে কেন এক দল যুবক ঢুকে এভাবে তাণ্ডব চালালো তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঘাটাল পুলিশের।