এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরকারি পাইপ দিয়ে লাউ মাচা তৃণমূল নেতার

Published on: December 14, 2025 । 6:30 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান এবং স্থানীয় তৃণমূল নেতা গোপাল মাইতি সরকারি পাইপ দিয়ে লাউ মাচা তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা দেখে হতবাক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জল জীবন প্রকল্পের পাইপ ব্যবহার করে উপপ্রধান এই মাচা তৈরি করেছেন এবং স্থানীয়রা আপত্তি করলেও তিনি তাতে কান দেননি। যদিও উপপ্রধান গোপাল মাইতি সরকারি পাইপ ব্যবহারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই পাইপগুলি তিনি কৃষি দপ্তর থেকে সাড়ে ছ’হাজার টাকা দিয়ে কিনে এনেছেন। তাঁর যুক্তি, পাইপগুলি যেন বেঁকে না যায় তাই বাঁশের মাচার উপর রাখা হয়েছিল। এদিকে ঘাটাল মহকুমার সহকারী কৃষি অধিকর্তা জানিয়েছেন, ভর্তুকিতে দেওয়া এই পাইপগুলিও লাউ মাচা তৈরির কাজে ব্যবহার করা ঠিক হয়নি।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭