চন্দ্রকোণায় চলন্ত অবস্থায় খুলে বেরিয়ে গেল লরির দুটি চাকা

রবীন্দ্র কর্মকার: চলন্ত লরির দুটি চাকা খুলে ছিটকে বেরিয়ে গেল। ৩০ জুলাই দুপুর নাগাদ ক্ষীরপাইয়ের তাতারপুর খালপাড়ে এই ঘটনায় কেউ হতাহত না হলেও রাস্তার পাশে থাকা একটি বাইক লরির চাকার ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায়। সঙ্গে সঙ্গে কিছু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে লরিটিকে ধরে ফেলে এবং ক্ষতিপূরণ দাবি করে। ওই সড়কের নিত্য যাত্রী, মাংরুল হাইস্কুলের শিক্ষক রাজকুমার সিং অভিযোগ করে বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যক্রমে ওই সময় আশেপাশে কোনও মানুষ বা প্রাণী ছিল না। তিনি বলেন,  হেমতপুর-হাজিপুর সড়কটি দিয়ে ইদানিং প্রচুর ভারী ভারী গাড়ি চলাচল করছে। জনবসতির মাঝখান দিয়ে ওই সঙ্কীর্ন রাস্তায় ১৮/২০ চাকার ওভারলোডেড লরি চলাচল করে করে সদ্য সংস্কার করা রাস্তাটির দফারফা করে দিয়েছে। প্রশাসন সব দেখেও নির্বিকার। অবিলম্বে ওই সঙ্কীর্ন রাস্তাটি দিয়ে ওভারলোডের ভারী যান চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!