সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৭১ তম বর্ষে পদার্পণ করল পশ্চিম মেদিনীপুর জেলা তথা রাজ্যের পুরানো সর্বজনীন লক্ষ্মীপুজোগুলির মধ্যে অন্যতম দাসপুর-১ ব্লকের সাগরপুরে সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় আয়োজিত এবারের সর্বজনীন লক্ষ্মী পুজো। দেশ তখনও স্বাধীন হয়নি। ইংরেজ শাসনের মাঝে চরম আর্থিক অনটনে বাংলার এই দাসপুর পাশাপাশি সাগরপুর এলাকা। ১৯৩৭ সাল নাগাদ প্রতিষ্ঠিত হয় এই পল্লী উন্নয়ন সমিতি। পরবর্তীতে মূলত কৃষি থেকে ব্যবসায় সাধারণ মানুষের আর্থিক দুরাবস্থা কাটাতে কয়েকজনের উদ্যোগে আয়োজিত সেই সর্বজনীন লক্ষ্মী পুজো আজ বাংলার প্রথম সারির লক্ষ্মী পুজোগুলির মধ্যে স্থান করে নিয়েছে তার বৈভব ও প্রাচীনত্বের পাশাপাশি তার বিশেষ রীতিনীতিতে। এ পুজোর মূল উদ্দেশ্য লক্ষ্মীর সাধনা পাশাপাশি এলাকার সর্বধর্ম সমন্বয় এবং এক মিলন উৎসব। লক্ষ লক্ষ টাকার বাজেট বানিয়ে থিমের পুজোয় বিশ্বাসী নন এ পুজোর উদ্যোক্তারা। সেই পুরানো লক্ষ্মী চালায় আধুনিক আলোর রোসনাই এর মাঝেই লক্ষ্মীর আরাধনা। সাথে সপ্তাহ ধরে মেলা। উদ্যোক্তারা জানালেন এ মেলায় সব ধর্মের মানুষ যোগ দেন। এখানকার মানুষ দুর্গোৎসব নয়, বরং এই লক্ষ্মী পুজোতেই নতুন পোশাক পরে ৭ দিন ধরে উৎসবে মাতেন।