এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঐতিহাসিক নাড়াজোল রাজবাড়িতে ডিম সহ বিষধর সাপের আতঙ্ক

Published on: February 15, 2020 । 9:35 AM

সৈকত জানা:মহকুমার অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল রাজবাড়ি। আর সেই রাজবাড়ি চত্বরেই বিষধর সাপের আতঙ্ক ছড়াল শুক্রবার। মিলল বেশ কয়েকটি তাজা সাপের ডিমও।

রাজবাড়ির অন্যতম সদস্য সন্দীপ খান জানিয়েছেন,এদিন রাজপরিবারের সদস্য বাবু নন্দলাল খানের মহল পরিষ্কার করার সময়ই সাপের গর্জন শুনে আতঙ্কিত হয়ে কর্মীরা। দেখা মেলে কালো গোখুরা সাপের। পাশে দেখা যায় বহু ডিম। সেই ডিম আগলেই সাপটি বসে।

পরে বন দপ্তরে খবর দেওয়া হলে তাঁরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানাগেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭