এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সেচ দপ্তরে স্মারকলিপি পেশ

Published on: August 21, 2023 । 8:23 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ এর জন্য অবিলম্বে অর্থ
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বরাদ্দ করে কাজ শুরুর দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ ঘাটালের সেচ দপ্তরের এসডিও উজ্জ্বল মাকালকে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি, অফিস সম্পাদক কানাইলাল পাখিরা, সহকারী সম্পাদক প্রশান্ত মাজি প্রমুখ। দাবিগুলির মধ্যে অন্যতম হল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ খনন এবং সংশ্লিষ্ট নদীবাঁধের স্লোপে কংক্রিটের স্ল্যাব বসিয়ে পাকাপোক্তভাবে নির্মাণ, বর্ষার সময় শিলাবতীর জলচাপ কমানোর জন্য চন্দ্রেশ্বর খালের বৈকুন্ঠপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন খাল খনন করে শিলাবতীর সাথে সংযোগ, শিলাবতীর বাছরাকুণ্ডু থেকে নতুন একটি খাল খনন করে সামাটে কংসাবতী নদীর সাথে ফেলা, সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ প্রভৃতি। এসডিও (সেচ) দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন। অন্যদিকে শিলাবতী নদীর সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ যতদিন না তা হচ্ছে ততদিন বিনাব্যয়ে নিরাপদে যাতায়াতের বন্দোবস্ত সহ তিন দফা দাবিতে সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিকে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির সভাপতি ডাঃ বিকাশচন্দ্র হাজরা, সহ-সভাপতি বাদল সামন্ত, হিমাংশু হাজরা, যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা প্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now