এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের সঙ্কটের মাঝেই চাল ডাল নিয়ে হাজির দাসপুরের এক পাড়ার ছেলেরা

Published on: March 28, 2020 । 8:38 PM

কোভিড১৯,করোনা,ভাইরাস,হোমকোয়ারেনটাই,লগডাউন,স্যানিটাইজার,হান্ডওয়াস,স্টে অ্যাট হোম- বিদেশী ভাইরাসের বিদেশী কথার ফাঁকে আমরা ভুললেও দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ভুলেনি গৃহবন্দী দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কথা। লকডাউনের চতুর্থ দিন হাঁড়িতে চাল বাড়ন্ত দাসপুরের মতো গ্রাম্য এলাকার খেটে খাওয়া একাধিক মানুষের ঘরে। মরদ তো ঘরে,বাইরে পুলিসের লাঠির বাড়ি আর অন্দরে অভুক্ত থাকার দিকে গমন।

এমন অবস্থায় আশার আলো দেখালো দাসপুরের পার্বতীপুরের পাড়ার বকাটে ছেলেগুলো,যারা দিনরাত বোর্ড খেলে,ছক্কা হাঁকিয়ে পাড়ার লোকের গালমন্দ খেয়েছে তারাই আজ পাশে। আজ শনিবার চাল,ডাল,আলু,পেঁয়াজ নিয়ে ওরা দুয়ারে দুয়ারে সেই সব পরিবারের যাদের চোখে মুখে করোনার আতঙ্ক নাই আছে কালকে কী খাওয়াবো ছেলে বৌ,বৌমাকে আছে সেই ভাবনা। আজ পার্বতীপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এর এই উদ্যোগে পাশে ছিল দাসপুর পুলিস। ক্লাবের পক্ষে নীলাদ্রি মণ্ডল জানান, এলাকার বহু পরিবারের মধ্যে তারা আজ এই যৎসামান্য শুকনো চাল,ডাল পৌঁছে দিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা