এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সময়ে আসেন না অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের দিদিরা বিক্ষোভ দাসপুরে

Published on: March 5, 2020 । 10:19 AM

ঘড়ির কাঁটায় সকাল ৮টা পেরিয়ে ৯টা দেখা নেই অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের দিদিমণিদের। এদিকে কেন্দ্রের শিশু,গর্ভবতী ও প্রসূতি মায়েরা কেন্দ্রের সম্মুখে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। শুধু আজ নয় স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন কেন্দ্রের দিদিরা অনিয়মিত এবং সময়ে কেন্দ্র খোলেন না। অথচ এই অঙ্গন ওয়াড়ি কেন্দ্রটি ব্লকের এক মডেল কেন্দ্র। আর এর জেরেই সাতসকালেই বিক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনা দাসপুর ১ নম্বর ব্লকের সুসংহত সেবা প্রকল্পের অধীন খাড়রাধাকৃষ্ণপুর বৈদ্যপাড়া অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের। আজ ৫ই মার্চ বৃহস্পতিবার সকালে কেন্দ্রের শিশু ও মায়েরা কেন্দ্রে পৌঁছালে দেখেন কেন্দ্রে তালা ঝোলানো। পাত্তা নেই দিদিমণিদের। ঘড়িতে সকাল ৮টা পেরিয়ে ৯টা।

বিক্ষুব্ধ হয়ে পড়েন শিশু মায়েদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ শুধু আজ নয়, দিনের পর দিন এভাবেই দেরিতে আসেন কেন্দ্রের দিদিমণিরা। তাঁরা এও জানান এই কেন্দ্র ব্লকের এক মডেল কেন্দ্র। আমরা ওই কেন্দ্রের দিদিমণি দীপালী বুড়াইয়ের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁর মতামত নেওয়ার চেষ্টা করি,কিন্তু ফোনেও পাত্তা মেলেনি তাঁর।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।