পরীক্ষায় টুকলির বিষয়টি জানাজানি হতেই সহপাঠিনীকে হেনস্থা, অভিমানে সহপাঠিনীর বিষপান

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল ব্লকের মহারাজপুর হাইস্কুলের  উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল লছিপুর হাইস্কুলে। অভিযোগ, মহারাজপুর স্কুলের এক ছাত্রী পরীক্ষার সবকটা দিনই ধারাবাহিক ভাবে মাইক্রোজেরক্স করে টুকলি করছিল।  প্রত্যেকদিন টুকলি করার জন্য ধরাও পড়ে ওই ছাত্রী। সেই দৃশ্য হলের সবাই দেখে। বিষয়টি এলাকায় জানাজানিও হয়। আজ মহারাজপুরের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী(ছাত্রী)  রাস্তা দিয়ে যাওয়ার সময় টুকলি করা ছাত্রী ও তার বাবা-মা রাস্তায় ধরে তাকে অপমান করে। বলে, টুকলি করার ঘটনাটি ওই ছাত্রীই এলাকায় চাউর করেছে। বেশ কিছুক্ষণ ধরে ছাত্রীটিকে অপমান ও অত্যাচার করার ফলে ছাত্রীটি বাড়িতে এসে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। ছাত্রীটি বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, দুজনেরই বাড়ি ঘাটাল থানার  বারনবনীতে। যারা ওই ছাত্রীটিকে অপমান  করেছিল তথা টুকলি করা ছাত্রীটির বাবা ও মায়ের নামে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। টুকলি করা ছাত্রীর বাবা ঘাটালের শীতলপুর এলাকায় একটি জুনিয়ার স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলে জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।