শিক্ষক নিয়োগ: আজকের রায়ের নির্যাস
১) পুরো প্যানেল বাতিলের নির্দেশ। ২) ১৭ রকম ভাবে বেআইনি হয়েছে। জাল OMR, agency নিয়োগে কোনো টেন্ডার হয়নি, এসএসসি আসল omr নষ্ট করেছে, মিরর ইমেজ নামে যা করেছে সেটা বেআইনি, আসল omr পাওয়া যায়নি, সুপার নিউমারারি পোস্ট বেআইনি ভাবে গড়া হয়েছে। ৩) সোমা দাস কে মানবিক কারণে চাকরি দিয়েছে। মান্যতা দিচ্ছে কোর্ট। ৪) যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। ৫) সিবি আই তদন্ত চলবে। ৬) বেআইনি চাকরি পাওয়াদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। ৭) বেআইনি ভাবে সুপার নিউমরারি পোস্টে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই। ৮) চার সপ্তাহের মধ্যে ডি এম রা বেয়াইনি নিয়োগ পাওয়াদের চিহ্নিত করে টাকা ফেরানোর ব্যাবস্থা করবে। ৯) নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এসএসসিকে। ১০) সুপার নিউমারারী পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত। কার বা কাদের মদতে হয়েছে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। ১১) এত পরিমাণ বেআইনি হয়েছে যেখানে কে আসল আর কে বেআইনি নিয়োগ পেয়েছে, তার পৃথক করা দুঃসাধ্য। এমনকি রাজ্যকে তাগাদা দিলেও রাজ্য এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি। ১২) মোট ২৮১ পাতার রায়:২৩ লক্ষ পরীক্ষার্থীর OMR সিট নতুন করে পুনর্মূল্যায়ন করা নির্দেশ দেওয়া হয়েছে।। পুনর্মূল্যায়নের পর যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে তাদের আবার নতুন করে নিয়োগ হবে, আর যারা OMR বিকৃত করে চাকরি পেয়েছে তাদের নিয়োগ চিরজীবনের জন্য বাতিল হবে।। অর্থাৎ যারা যোগ্য তাদের আরো একবার চাকরি পাওয়ার সুযোগ রয়েছে..।। চার সপ্তাহের মধ্যে যারা প্যানেলের অনুমোদনের বাইরে এক্সট্রা নিয়োগ পেয়েছিল তাদের বেতন ১২% করে ৪ সপ্তাহের মধ্যে DM দের কাছে টাকা ফেরত দিতে হবে। ১৩)সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে রি প্যানেল করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে ২৪ হাজার 640ভেকেন্সি জন্য যাতে সবাই আবেদন করতে পারে। ১৪)সবার omr sheet আপলোড করতে হবে। ১৫ )ভোট পর্ব শেষ হয়ে গেলে নতুন বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করবে। ১৬)প্রত্যেকের স্ক্যান কপি দেখার পর সেখান থেকে আবার নিয়োগ হবে অর্থাৎ যারা ome sheet ফাঁকা জমা দিয়েছিল বা যাদের নম্বর বাড়ানো হয়েছে তাদের চাকরি পুরোপুরি বাতিল হবে ।