রবীন্দ্র কর্মকার: রাস্তার দুপাশ জবরদখল করে রাখা মালপত্র বাজেয়াপ্ত করতে অভিযান শুরু করল ঘাটাল
মহকুমা প্রশাসন। আজ ১৪ নভেম্বর ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক কল্যাণ সরকার, ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, পূর্ত দপ্তরের ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভিশনের ইঞ্জিনিয়ার সহ বিশাল পুলিশ বাহিনী উদ্যোগে ঘাটাল-পাঁশকুড়া সড়কের নিমতলা থেকে বেশ কয়েক গাড়ি স্টোন চিপস, বালি সহ অবৈধভাবে রাখা ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে। বেশ কয়েকদিন আগে থেকেই প্রশাসনের তরফে হুঁশিয়ারি দিয়েও কাজ না হওয়ায় এই অভিযান শুরু করেছে প্রশাসন। আর এই অভিযান শুরু হতেই রাস্তার দুপাশে পড়ে থাকা ব্যক্তিগত মালপত্র সরানো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে খুশি পথচলতি নিত্যযাত্রীরা। হঠাৎ হঠাৎ এই অভিযান নিয়মিত চলবে বলে মহকুমা প্রশাসনসূত্রে জানানো হয়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক কল্যাণ সরকার বলেন, আজ রাত পর্যন্ত এই আভিযান চলবে।
বর্তমানে প্রায় প্রতিদিনই ঘটছে পথ দুর্ঘটনা। এবং এই দুঘর্টনার জন্য অনেকাংশেই দায়ী ব্যবসায়ীদের রাস্তার দুধারে ফেলে রাখা ইঁট-কাঠ-বালি সহ অন্যান্য দ্রব্য। কিছু অসাধু ব্যবসায়ী প্রায় রাস্তার উপর বালি, ইঁট, কাঠ সহ অন্যান্য দ্রব্য ফেলে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার ফলে নিত্য পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। ঘাটালের এসডিও অসীম পাল বলেন, আমরা ধারাবাহিকভাবে এই অভিযান চালাব।







